টঙ্গীবাড়ীতে মুদি দোকানে আগুন দিয়েছে দূর্বত্তরা

fire12ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সাতুলা নামক স্থানে একটি মুদি দোকানে আগুন ধরিয়ে দিয়েছে দূর্বত্তরা। জানাগেছে, রোববার রাত ২ টার দিকে একদল দূর্বত্ত পাঁচগাওঁ গ্রামের গফুর মোলার দোকানের বেড়ার টিন খোলে ভিতরে ঢুকে দোকান হতে টিভি, ভিসিডি, ফ্যান, সিকেরেটসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুটে নিয়ে দোকানটিতে আগুন ধরিয়ে দেয়।

পরে ভোর ৪টায় এক পথযাত্রী দোকানে আগুন জ্বলতে দেখে এলাকাবাসীকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রনে আনলেও দোকানটির ৯০ ভাগ অংশ পুড়ে ছাই হয়েগেছে। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচেছ। এ ঘটনায় দোকান মালিক গফুর মোলা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply