এসপি মাহবুব সমর্থকদের মারধর

spমুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলার মটুকপুর গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক এসপি মাহবুবউদ্দিনের সর্মথকদের মারধর ও বাড়িঘর ভাঙচুর করেছে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির সর্মথকরা।

স্থানীয় এলাকাবাসী জানায়, বুধবার সকালে রাউৎভোগ গ্রামের এসপি মাহবুবউদ্দিনের আনারস প্রতীকের কর্মী অনিক ও আশিকসহ আরও ৪জন পোস্টার লাগানোর সময় নৌকার সমর্থক মিরাজ, শহীদ ও আব্দুল মোল্লাসহ ১৫-২০ জন দুস্কৃতকারী এ হামালা চালায়। এতে মহিলাসহ আনারস প্রতীকের ৩কর্মী আহত হয়। আহতরা হলেন, আলো বেগম (২৫), অনিক (১৮) ও শাহীন (২২)।


এব্যাপরে স্বতন্ত্র প্রার্থী মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) জানান, নির্বাচনী প্রতীক পাওয়ার পর থেকে আমাকে ও আমার সমর্থকদের নানা ভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছে আওয়ামীলীগ প্রার্থীর লোকজন। এতে করে আমার নির্বাচনী প্রচার প্রচারণায় বিভিন্ন রকমের বাঁধা দিচ্ছে তারা। এমন অবস্থায় জেলা রিটানিং অফিসারের কাছে কয়েক দফা এর প্রতিকার চেয়ে আবেদন করেও কোন প্রকার সহযোগিতা পাইনি।তবে এসব ঘটনা অস্বীকার করে আওয়ামীলীগ প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। আমার ভোট নষ্ট করতে চায়। জনগণ আমার সাথে আছে এবং এ নির্বাচনে আমি জয়ী হবো।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply