লৌহজংয়ে খিদিরপাড়ায় জোরপূর্বক গাছ উঠে যাওয়া আলুর জমি কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে। জমি মালিকরা বাধাঁ দেয়ায় সংখ্যালঘুদের হুমকি দেয়া হচ্ছে। খিদিরপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বৃহস্পতিবার শুভরিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের জমিতে ডেকো ড্রেজার দিয়ে পারিবারিক রাস্তা নির্মাণ করার জন্য মাটি কাটা শুরু করে। এতে জমির মালিক রশরাজ বিশ্বাস, বনমালী বিশ্বাস ও গোসাই দাস বাধা দেয়।
এতে ক্ষপ্ত হয়ে চেয়ারম্যানের লোকজন এই জমিরমালিকদের বাড়িতে গিয়ে হুমকি দেয়। এব্যাপারে চেয়ারম্যান সাংবাদিকদের জানিয়েছেন, নিজ বাড়ির জন্য নয়, বিলের মাঝে নতুন শশ্মান ঘাটে যাতায়াতের পুরনো সরকারী রাস্তা সংস্কারে ডেকো ড্রেজার লাগানো হয়েছে। হুমকির ঘটনাও সঠিক নয়। লৌহজং থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, এমন কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্হা নেয়া হবে।
স্বদেশ
Leave a Reply