মুন্সীগঞ্জে প্রাপ্ত ভোটে আ’লীগ বাদে সকল প্রার্থীই জামানত হারাচ্ছেন !

ecদশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিসংখ্যান অনুযায়ী রাজধানীর উপকন্ঠ মুন্সীগঞ্জের ২ টি আসনে আ’লীগের বিজয়ী ২ প্রার্থী বাদে বাকীরা যথাক্রমে- জাসদ, জেপি, খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীর সকলেই জামানত হারাতে যাচ্ছেন। জেলা প্রশাসন ঘোষিত ফলাফল অনুযায়ী প্রাপ্ত ভোটে মুন্সীগঞ্জ-১ ও মুন্সীগঞ্জ-২ আসনে আ’লীগ বাদে বাকী ৪ প্রার্থীর জামানত হারানোর চিত্র পাওয়া গেছে।


মুন্সীগঞ্জ-১ আসনে ৩ লাখ ৭৯ হাজার, ৭’শ ৫৬ টি ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ১০ হাজার ৬৭ জন। এতে জেপির নুর মোহাম্মদ (বাই-সাইকেল) ৬ হাজার ৯’শ ৫৭ ও জাসদের (মশাল) অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান ৪ হাজার ১’শ ৭২ ভোট পেয়ে হারাচ্ছেন নির্বাচনের জামানত। আ’লীগের সুকুমার রঞ্জন ঘোষ (নৌকা) ১ লাখ ৯৬ হাজার ১’শ ৮৩ ভোট পান।


মুন্সীগঞ্জ-২ আসনে ২ লাখ ৬৫ হাজার ৭’শ ১৪ ভোটের মধ্যে ১’শ ১৯ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৪২ হাজার ৩’শ ৯৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী সাবেক এসপি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম (আনারস) ৮ হাজার ৪’শ ৬১ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল ওয়াদুদ (রিকশ) ১ হাজার ৫’শ ৪১ ভোটে জামানত হারাচ্ছেন। আ’লীগের সাগুফতা ইয়াসমিন এমিলি (নৌকা) পান ১ লাখ ৩০ হাজার ২’শ ৬৩ ভোট।

যমুনা নিউজ

Leave a Reply