স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভায় মুন্সীগঞ্জ থেকে ৩হাজার নেতাতর্মী সমর্থক যোগদান করেছেন। মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান জানান, জেলার ৬টি উপজেলা ও ২টি পৌরসভা থেকে দলীয় নেতাকর্মী সমর্থকরা বাসে চড়ে হাইকোর্ট এলাকার দক্ষিণ গেইটে সমবেত হন। পরে সেখান থেকে মিছিল সহকারে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নেতারা জনসভাস্থলে উপস্থিত হন বিকেল পৌনে ৪টার দিকে।
দলীয় বিবেদ ভুলে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এককাতারে মিলেমিশে কোন কর্মসূচি পালন বা অংশ গ্রহণ-এটাই প্রথম। এই কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন-মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি গার্ড মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, নির্বাচিত ৩ সংসদ সদস্য হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ ও এবার বিনাভোটে প্রথম সংসদ সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply