মন্ত্রী হচ্ছেন এমিলি, আরো থাকছেন

emily1‘রোববার বিকেলে মন্ত্রীসভার শপথ অনুষ্ঠান। মন্ত্রীসভায় কারা থাকছেন তা পুরোপুরি জানা না গেলেও বিতর্কিত কোনো নেতা বা সাবেক মন্ত্রী এবারের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না বলে জানা গেছে। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, পুরনোদের মধ্যে যাদের ভাবমূর্তি নিয়ে বিতর্ক নেই তাদের অনেকেই থাকছেন নতুন মন্ত্রীসভায়। বেশকিছু নতুন মুখও থাকছে। নতুন মন্ত্রীসভায় আবুল মাল আব্দুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, নূরুল ইসলাম নাহিদ, ব্যারিস্টার শফিক আহমেদ, জাহাঙ্গীর কবির নানক থাকছেন।

অন্যদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী আনিসুল হক, কামাল আহমেদ মজুমদার, আতিউর রহমান আতিক, সাগুফতা ইয়াসমিন এমিলি, এমএ মান্নান, তাজুল ইসলাম, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, আসাদুজ্জামান নূর, এইচএন আশিকুর রহমান, ফজলে হোসেন বাদশা, ধীরেন্দ্র দেবনাল শম্ভু, এসএম মোস্তফা রশিদী, আবুল হাসানাত আবদুল্লাহ, শওকত মোমেন শাহজাহান, মির্জা আজম, ওয়ারেসাত হোসেন বেলাল, মেহের আফরোজ, কাজী কেরামত আলী, এবি তাজুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমুখ। টেনকোক্র্যাট কোটায় আসতে পারেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন।

তরুণ সংসদ সদস্যদের মধ্যে উপমন্ত্রীর তালিকায় জুনাইদ আহমেদ পলক, শাহরিয়ার আলম, হাবিবে মিল্লাত, নজরুল ইসলাম বাবু, কাজী নাবিল আহমেদ ও বরিশাল অঞ্চলের একজন সংসদ সদস্যের নাম রয়েছে। আবু সাইদ স্বপন ও মহসিন আলীও তালিকায় আছেন। স্পিকার পদে বহাল থাকছেন ড. শিরীন শারমিন চৌধুরী।

শারীরিকভাবে সমস্যা না হলে ডেপুটি স্পিকার পদে শওকত আলীও বহাল থাকতে পারেন। সরকারের ঘনিষ্ঠ সূত্র জানায়, মন্ত্রীসভা গঠনে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। অনেকেই সরকার ও আওয়ামী লীগের বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করছেন। জাতীয় পার্টি থেকেও মন্ত্রীসভায় জায়গা পেতে দেনদরবার চালিয়ে যাচ্ছেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রায় ১১০০ রাজনীতিবিদ-শিক্ষক, বুদ্ধিজীবী সাংবাদিকসহ নানা পেশার অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply