মুন্সীগঞ্জ থানার এ,এস,আই
মুন্সীগঞ্জ সদর থানার মিরাপাড়া বউ বাজার এলাকা থেকে গত ৭ জানুয়ারী সকালে কসাই মফিজুলকে আটক করে এ,এস,আই মোনায়েমের ১০ হাজার টাকা আদায়ের ঘটনায় সাপ্তাহিক মুন্সীগঞ্জের বাণী এবং অনলাইন মুন্সীগঞ্জ ডট কমে সংবাদটি প্রচার হলে তাকে ক্লোজ করে পুলিশ লাইনে পাঠানো হয়।
এ ঘটনায় এডিশনাল পুলিশ সুপারকে তদন্ত পূর্বক রির্পোট প্রদানের জন্য পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন। এ,এস,আই মোনায়েম কসাই মফিজুলকে একটি লেংড়া গরু জবাই দেয়ার ঘটনায় গ্রেফতার করে মুক্তার পুর নিয়ে যায়। সেখানে আটক করে প্রথমে ৫০ হাজার টাকা দাবী করেন। কিন্তু গরীব কসাই স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে এবং চড়া সুদে টাকা এনে ১০ হাজার টাকা মোনায়েমকে দিয়ে সে ছাড়া পায়।
এ ঘটনায় এলাকার পুলিশ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে স্থানীয় কাউন্সিলর জলিল মাতবর এ,এস,আই মোনায়েমকে ডাকেন। তখন তিনি টাকা নেয়ার কথা অপকটে স্বীকার করেন। বিষয়টি মুন্সীগঞ্জ বাণী জানতে পেরে পুরো বিষয়টি তিনি রেকর্ড করে পুলিশ সুপারকে প্রদান করেন।
এ ঘটনায় এ,এস,আই মোনায়েমকে পুলিশ সুপার ক্লোজ করে পুলিশ লাইনে পাঠিয়েছেন।
মুন্সিগঞ্জের বাণী
মূল রিপোর্টটিঃ
Leave a Reply