মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সপ্তম বার্ষিক সভা

pbমামুনুর রশীদ খোকা: মুন্সীগঞ্জ শহরের কাছে সিপাহীপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে পল্লী বিদ্যুত সমিতির সপ্তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।


এ সময় জেলা পল্লী বিদ্যুত সমিতির সভাপতি মো. মাহবুব হোসেন মিন্টুর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, ঢাকা বিদ্যুতায়ন বোর্ডের মানব সম্পদ অধিদপ্তরের পরিচালক এ আই এম লতিফুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, সদর উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনিস-উজ্জামান আনিস, মুন্সীগঞ্জ সদর থানার ওসি (প্রশাসন) মো. শহীদুল ইসলাম, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মাহবুব রহমান, ডিজিএম আকমল হোসেন প্রমুখ।
pb
মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply