মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী শীতলক্ষ্যা নদীতে ডাকাতদের হামলায় যাত্রীবাহী লঞ্চের নিখোঁজ চার যাত্রীর সন্ধান শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে শীতলক্ষ্যা নদীতে ডুবে তাদের সলিল সমাধি হয়েছে নাকি জীবিত রয়েছেন- তা বলতে পারছে না কেউ।
এদিকে নিখোঁজ চারজনের মধ্যে লঞ্চ যাত্রী অ্যাডভোকেট সুমন চন্দ্র দাসের মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকার বাড়িতে স্বজনদের মধ্যে আহাজারি চলছে। বৃদ্ধ বাবা মনিন্দ্র চন্দ্র দাস ছোট ছেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
অ্যাডভোকেট সুমনের ভাতিজা পলাশ চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর স্বজনরা শীতলক্ষ্যা নদীর বিভিন্ন স্থানে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সন্ধ্যান চালিয়েছেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। ডাকাতদের হামলায় আহত হয়ে নদীতে পড়ে সুমন পানিতে তলিয়ে গেছেন বলে ধারণা করছেন তিনি।
এদিকে, লঞ্চের কেরানী নিখোঁজ মোবারক হোসেনেরও শুক্রবার দিনভর কোনো খোঁজ পায়নি পরিবারের লোকজন। মুন্সীগঞ্জ শহরের হাটলগিঞ্জ এলাকার নুরালী সরদারের ছেলে মোবারক হোসেন ঘটনার পর নিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা জানান, নিখোঁজ মোবারক জীবিত রয়েছে, তবে পুলিশের ঝামেলা এড়াতে আপাতত আত্মগোপনে রয়েছেন বলে মনে করছেন তারা।
এছাড়া, নিখোঁজ অপর দুই যাত্রীর নামপরিচয় কেউ জানাতে পারেনি। তাদের সন্ধানে স্বজনদেরও নদীতীরে আসতে দেখা যায়নি। এতে সংশ্লিষ্টদের ধারণা, সাঁতার কেটে তীরে উঠে নিজ গন্তব্যে ফিরে গেছেন তারা।
নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌরুটের মদরগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাত দলের হামলায় ২৪ যাত্রী আহত ও চার যাত্রী নিখোঁজ হন।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply