বিধাতার অপার সৃষ্টি
তুমিতো নও ফেলনা,
বর্বর ঐ বি.এস.এফ.
বানিয়ে দিল খেলনা।
পাখির মতো গুলি করে
রাখলো ঝুলিয়ে কাঁটাতারে,
বিশ্ববাসী দু’চোখ মেলে
দেখলো ভারত সভ্যতারে।
বিয়ে করার রঙিন স্বপ্নে
বিভোর হয়ে সীমান্ত পাড়ি,
মাঝপথে তা থামিয়ে দিল
সীমান্তেরই বন্দুকধারী।
লাল নীল পোষাক তোমার
শূণ্যের দিকে পা,
এই না দেখে মানব জাতির
উঠলো জ্বলে গা।
কেমন করে নিন্দা জানাই
নেই জানা নেই ভাষা,
গরীব দেশে জন্ম তোমার
বিচারের নেই আশা।
বিশ্ববাসী দেখলো চেয়ে
পাতানো বিচারের আয়োজনে,
দোষী ব্যক্তি ছাড়া পেল
বিচার নামের প্রহসনে।
সন্তান হারা জনক-জননী
পায়না খুনের বিচার,
দেশ যদি হয় নতজানু
রুখবে কে অনাচার।
মৃত্যু তোমায় করলো মহান
সবার চেয়ে ভিন্ন,
ফেলানীকে খেলনা বানায়
স্বৈর ভারত চিহ্ন।।
ফেলানী’র ৩য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী
Leave a Reply