সিরাজদীখানে ধলেশ্বরী নদীর পাড়ের ৫ বালু খেকোকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকাল সাড়ে ৪টায় সিরাজদীখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খান মো. নাজমুস শোয়েবের নেতৃত্বে র্যাব-পুলিশের যৌথ বাহিনী সহকারে বরভর্তা গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।
ধলেশ্বরী নদীর পাড় ঘেষে অবৈধ বালু উত্তোলনকালে ৫ বালু খেকোকে আটক করে র্যাব-পুলিশ। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু খেকো চাঁন মিয়া, হাফিজুর ও শাহীন মিয়াকে একসঙ্গে ৫০ হাজার টাকা, সুরুজ্জামানকে ৫০ হাজার টাকা ও সাগর মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে টাকা আদায় করে ভ্রাম্যমান আদালত।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শীর্ষ নিউজ
Leave a Reply