মুন্সিগঞ্জ-৩ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাসকে গণসম্বর্ধনা দিয়েছে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। বাঘাইয়াকান্দি কলিমউল্যাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণ্যাঢ্য এ সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্বর্ধনা কমিটির আহবায়ক, ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ ছাত্তার খান।
এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহম্মদ আবদুল মান্নান সরকার, আওয়ামী লীগ নেতা এড. কামরুল হোসেন চৌধুরী, শাজাহান খান, মনিরুল হক মিঠু প্রমুখ।
এবিনিউজ
Leave a Reply