আগুনে আ’লীগ নেতার ডেইরী ফার্মের ৩টি গরু আগুনে ভষ্মিভুত

sir dai1ইমতিয়াজ বাবুল: মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুবৃত্তের দেয়া আগুনে আওয়ামী লীগ নেতার মালিকানাধীন মিজানুর রহমান ডেইরী ফার্মের ৩টি গরু ভষ্মিভূত হয়ে মারা গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


ফার্মের মালিক ও মধ্যপাড়া ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মধ্যপাড়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামে তার ডেইরি ফার্মটিতে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে একটি গাই গরুসহ উন্নত জাতের ৩টি গরু আগুনে ভষ্মিভূত হয়ে মারা যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান ১০ লক্ষাদিক টাকা হবে।

মিজানুর রহমান কান্নাজড়িত কন্ঠে বলেন, গত ২ তারিখে আমার বাবা হাজি লতিফ বেপারী মারা গেছে। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতে দুবৃত্তরা আমার ডেইরী ফার্মে আগুন দিয়ে আমাকে নি:স্ব করে দিল।এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি মামলা হয়েছে।

sir dai1

Leave a Reply