ত্রান ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, একজন মন্ত্রী জনগনের সেবক। রাজনীতিবিদ ও মন্ত্রীরা জনগনের সেবা করে। সেবাই মন্ত্রীর কাজ। আজীবন মানুষের পাশে দাঁড়িয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পাখি পয়েন্টে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আ’লীগের এক ফুলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মো: দাউয়ুম, যুগ্ন-সম্পাদক মো: আলী খোকন, যুবলীগ নেতা শাহীন খান প্রমুখ।
মন্ত্রীকে এক নজর দেখার জন্য উপজেলার বাউশিয়া পাখি পয়েন্ট মোড়ে শত শত নারী-পুরুষ, দলীয় নেতাকর্মী ও স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের সমাগম ঘটে। এ সময় মন্ত্রীকে “ফুলের নৌকা” উপহার দেওয়া হয়। পরে মন্ত্রী চাঁদপুরে নিজের নির্বাচনী এলাকার উদ্দেশ্যে রওনা হয়।
এটিএনবিডি
Leave a Reply