গজারিয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র

Munshigonj_2Ason_Mrinal_Kanti_Dasমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মাঠে শুক্রবার বেলা ১২ টায় একাত্তরের রণাঙ্গনের ৫’শ মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন আ’লীগের এমপি অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস।

এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতীকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন-গজারিয়া উপজেলার চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, ভাইস-চেয়ারম্যান মাহবুব আলম মজনু, মুক্তিযোদ্ধা সফিউল্লাহ সফি, আব্দুর রব মুফতি, অ্যাডভোকেট কামরুল ইসলাম চৌধুরী, সেকান্দার আলী, সালাহউদ্দিন সেলিম, তৌহিদ মিয়া প্রমুখ।


এদিকে, বেলা ১০ টার দিকে ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গজারিয়া নাগরিক পরিষদ ও ভাসানী অনুসারী পরিষদের যৌথ উদ্যোগে আরো ৫’শ শীতার্তের মাঝে কম্বল বিতরন করা হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নাগরিক পরিষদের সভাপতি হান্নান আহমেদ বাবলু, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, অ্যাডভোকেট মজিবুর রহমান, ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র মো: খালেকুজ্জামান চৌধুরী প্রমুখ।

যমুনা নিউজ

Leave a Reply