মুন্সীগঞ্জে ২ মহল্লাবাসীর সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১১

sতুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে মুন্সীগঞ্জ শহরের পৃথক ২ মহল্লাবাসীর মধ্যে বৃহস্পতিবার রাতে হামলা ও সংঘর্ষে সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত ১১ জন। এ সময় ১ টি বসত-ঘর ভাংচুর করা হয়েছে।

আহতদের মধ্যে দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি নাদিম মাহমুদ, পঞ্চায়েত কমিটির মাতব্বর গিয়াসউদ্দিন, হৃদয় ও মোহাম্মদসহ সবাইকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।


মহাটলক্ষ্ণীগঞ্জের হৃদয় মিয়া ও চরকিশোরগঞ্জ মোল্লাপাড়ার মোহাম্মদ মিয়ার মধ্যে কথা কাটাকাটির জের ধরে ওই ২ মহল্লাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুলতান উদ্দিন জানান, রাতেই ২ মহল্লাবাসী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিবে।

যমুনা নিউজ

Leave a Reply