সংসদ সদস্য এড মৃনাল কান্তি দাসের ৫ ইউনিয়নে কম্বল বিতরন কর্মসুচী

mrinal5শনিবার সকালে মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃনাল কান্তি দাস মুন্সীগঞ্জ সদর উপজ়েলার ৫টি ইউনিয়নে পৃথক ভাবে কম্বল বিতরন করে, সকাল ৯টায় চর কেওয়ারের স্থানীয় স্কুল মাঠে কম্বল বিতরন করে পরবর্তিতে পর্যায়ক্রমে, আধারা, বাংলা বাজার, শিলই, মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘূরে ঘুরে কম্বল বিতরন করে। তিনি ৫ ইউনিয়নে মোট ৫০০০ পিস কম্বল বিতরন করেন।


কম্বল বিতরন অনুষ্ঠানে সার্বক্ষনিক ভাবে তার সাথে ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজ়েলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসউজ্জামান আনিস, চর কেওয়ার ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবন, বাংলা বাজার ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন নান্নু, শিলই ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ লিটন, মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজ়েলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ও সাধারন সম্পাদক শামসুল কবির মাস্টার।
mrinal5
কম্বল বিতরনে ফাকে এক বক্তব্যে এড মৃনাল কান্তি দাস বলেন অবিলম্বে অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ান, ইউনিয়নের যেকোন কাজ়ে বা সহযোগীতায় আপনারা আমাকে পাশে পাবেন, এছাড়াও আসন্ন উপজ়েলা নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আনিসুজ্জামান আনিসকে পুর্নসমর্থন দিয়ে তার জন্য কাজ করে যাওয়ার আহবান জানান।

মুন্সিগঞ্জটাইমস

Leave a Reply