ইমতিয়াজ বাবুলঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা কৃষকলীগের উদ্যোগে এক কর্মিসভা শনিবার সকাল ১০টায় কৃষকলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের সভাপতি দ্বীনমোহাম্মদ লালুর সভাপতিতে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টুর পরিচালনায় অনুষ্ঠিত কর্মিসভার পূর্বে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা তৃণমূল নেতাকর্মীরা মিছিলসহ কৃষকলীগ কার্যালয়ে এসে মিলিত হয়।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম ফিরোজ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল আলম ফিরোজ বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি করে। তিনি আরো বলেন, সমগ্র বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধরনের উন্নয়ন করা একমাত্র আওয়ামী লীগ সরকারের পক্ষে সম্ভব।
এসময় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা কৃষকলীগ সহ-সভাপতি বাবু সুনীল কুমার মন্ডল, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, মুন্সীগঞ্জ জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মৃধা, সিরাজদিখান উপজেলা কৃষকলীগের সাংস্কৃতিক সম্পাদক রবীন্দ্র বিশ্বাস প্রমুখ।
Leave a Reply