মাওয়ায় নৌ-পুলিশের চাঁদাবাজি তুঙ্গে!

mawa cমাওয়ায় যানজটের নামে চলছে সিন্ডিকেট বাহিনীর ব্যাপক চাঁদাবাজি। সিন্ডিকেট চক্রের প্রধান হিসেবে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এ চাঁদার টাকা সংগ্রহ করছে ট্রাক চালকদের কাছ থেকে। এ সিন্ডেকেট চক্রকে চাঁদা না দিয়ে কোন ট্রাক ফেরিতে উঠতে পারেনা। আর যদি সিরিয়াল ভঙ্গ করে কোন ট্রাক আগে যেতে চায়, তবে সে ট্রাককে দিতে হয় মোটা অঙ্কের চাঁদা। অনেকটা খোলামেলা ভাবেই এখন এ চাঁদার টাকা সংগ্রহ করছে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি সদস্যরা।


অনুসন্ধানে জানা যায়, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে সপ্তাহ খানেক ধরে ঘন কুয়াশার কারণে বার বার দীর্ঘ সময় ধরে প্রায় প্রতিদিনই ফেরি পারপার বন্ধ থাকে। সেই সাথে ফরিদপুরের আটরশি পীরের ওরশের কারণে গত বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গগামী ভক্তদের গাড়ির চাপ বৃদ্ধি পায়। এতে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলো আগে পার করা হচ্ছে। ফলে মাওয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী পণ্য বোঝাই ট্রাকের বিশাল লাইন পড়ে গেছে মাওয়া ঘাট থেকে ৩ কি.মি. দূরে শ্রীনগর উপজেলার দোগাছি বাজার পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে এ যানজট। আর এই সুযোগে মাওয়া ঘাটে গড়ে উঠা পুলিশ, আনসার ও বিআইডব্লিউটিসির সমন্বয়ে গড়ে উঠা সিন্ডিকেট সদস্যরা এসব ট্রাক থেকে দেদারছে চাঁদা সংগ্রহ করছে।
mawa c
এ ব্যাপারে মাওয়া নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হাফিজুর রহমান জানান, কিছু কিছু গাড়ির গুরুত্ব অনুভব করে আমারা সিরিয়াল ভঙ্গ করে ট্রাক পার করতে দেই। যেমন দক্ষিণবঙ্গের কোন মন্ত্রীর ও প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বলের গাড়ি আসলে বা পচনশীল কাঁচামালের ট্রাকগুলোকে আমারা সিরিয়াল ভঙ্গ করে যেতে দেই। এই সকল গাড়ির কারণেই হয়তো লোকজন সন্দেহ করছে চাঁদা নিয়ে আগে যেতে দিচ্ছি। আসলে চাঁদা আদায়ের ঘটনাটি সত্য নয়।

মুন্সীগঞ্জবার্তা

Leave a Reply