বিএনপিতে সংকট
আরিফ হোসেন: উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই শ্রীনগরে প্রধান দুদল আওয়ামী লীগ ও বিএনপির পক্ষে একাধিক প্রার্থী দৌড়ঝাপ শুরু করলেও শেষ পর্যন্ত দুদলই নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে উপজেলা আওয়ামী লীগ গনতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে। শক্রবার রাত ১১ টায় মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষের শ্রীনগরের বাড়িতে তৃণমূল নেতাকর্মীদের ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমেদ ভূইয়া, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শেখ মো: অলমগীর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছিয়া আক্তার রুমুকে তাদের প্রার্থী হিসাবে নির্বাচন করে। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য সেলিম আহমেদ ভূইয়ার সথে প্রতিদ্বন্দিতা করেন কেন্দ্রিয় আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক জাকির হোসেন। ভাইস চেয়ারম্যান পদে শেখ মো ঃ আলমগীরের সাথে প্রতিদ্বন্দিতা করেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুলু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু।
অপরদিকে একাধিক ধারায় বিভক্ত শ্রীনগর উপজেলা বিএনপি নীতিগত ভাবে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিলেও ৩১ জানুয়ারী পর্যন্ত কাউকে মনোনীত করতে পারেনি। মনোনয়নপত্র দাখিলের মাত্র একদিন আগেও বিএনপির এমন পরিস্থিতিতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ক্ষোভ। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তাদের মধ্যে চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা,সমালোচনা।এরই মধ্যে দলীয় সর্থন আদায়ের জন্য প্রার্থীরা তাদের স্ব-স্ব দিকে থেকে লবিং ও তদবির চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান পদে শুরুতে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলামের নাম শুনা গেলেও পরে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মমিন আলীর প্রার্থী হওয়ার সম্ভাবনায় তিনি নিজেকে সরিয়ে নেন। অপরদিকে মমীন আলী নির্বাচনে করবেননা বলে দাবী দলীয় সূত্রের। শহিদুল ইসলামেরও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে দাবী অপর একটি সূত্রের। সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা কাজী আজিজুল হক লেবু কাজী বিএনপির ব্যানারে নির্বাচন করার জন্য ইতিমধ্য মনোনয়নপত্র ক্রয় করেছেন। মমীন আলী বা লেবু কাজী চেয়ারম্যান পদে প্রার্থী না হলে এই পদে নির্বাচন করবেন বলে ঘোষনা দিয়েছেন কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন উজ্জল। তবে মমিন আলী চেয়ারম্যান পদে নির্বাচন করলে উজ্জল ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন। এই পদে প্রার্থী হওয়ার দৌড়ে আরও রয়েছেন পাটাভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সেলিম হোসেন খান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন মিলন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে পারেন উপজেলা মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম।
শ্রীনগর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৮৯৭৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫,৪০৮ ও নারী ভোটার ৯৪০৬৫ জন। ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী ৪৫,১৫০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপি সমর্থিত কোন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা না করায় আওয়ামী লীগ এর বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় যুবলীগ নেতা জাকির হোসেন ২৫,৭৬৫ ভোট ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী আজিজুল হক লেবু কাজী ১৯,৭৬৬ ভোট পেয়ে প্রতিদ্বন্দীতা গড়ে তুলেন। বেলায়েত হোসেন ঢালী হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বছর আগে মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন সেলিম আহমেদ ভূইয়া। গত নির্বাচনে তিনি নতুন মুখ হলেও ৫ বছর ধরে উপজেলা পরিষদে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে দল-মত ভেদে সর্বত্র নিজের ক্লিন ইমেজ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
আওয়ামী লীগ এর দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রাথী হিসাবে গত নির্বাচনের আলোচিত মুখ জাকির হোসেন এবারও নির্বাচন করবেন বলে তার কর্মী সমর্থকদের দাবী।
Leave a Reply