মুক্তিযুদ্ধের সংগঠক তারা মিয়া আর নেই

taraমুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীন আওয়ামী লীগ নেতা আকম তারা মিয়া (৭৬) আর নেই। শনিবার সকালে শহরের দেওভোগের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ পুত্র ও তিন কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মুত্যুতে এখানে শোকের ছায়া নেমে আসে।

বাদ জোহর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে নামাজের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দেওভোগ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সর্বস্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানায়।

মুক্তিযুদ্ধের সময়ে ৩৩ বছর বয়সী আকম তারা মিয়া বীরত্বপূর্ণ নানা ভূমিকা রাখেন। তাঁর পুরো নাম আবুল কাসেম মো. তারা মিয়া। ’৭১এর ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা গ্রামে গঞ্জে পৌছে দিতে তিনি ২৭ মার্চ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রিক্সা করে মাইকে প্রচার চলান।

তৎকালীন মহাকুমা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক জনাব তারা মিয়া মাইকে প্রচার করেন-“বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেছেন, তাই এই স্বাধীনতা রক্ষায় যা কিছু আছে তা নিয়েই প্রস্তুত থাকুন, যে কোন সময় পাকিস্থানী আর্মি আমাদের ওপর ঝাপিয়ে পড়তে পারে। আর্মি যাতে ঢুকতে না পারে, সেই জন্য-দা, বটি, টেটা, জুইত্যা, সরকি যার যা আছে তা নিয়েই তৈরী থাকুন।” এই কণ্ঠটি এখনও অনেকের কানে বাজে। তাই তাকে মুন্সীগঞ্জের স্বাধীনতার ঘোষক নাম ছড়িয়ে পড়ে। তিনি মুন্সীগঞ্জ পৌরসভার চেয়ারম্যানসহ নানা গরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মহিউদ্দিন, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, সুকুমার রঞ্জন ঘোষ এমপি, অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, সদর উপজেলার চেয়ারম্যান আনিছ উজ্জামান, সাবেক মেয়ার এ্যাডভোকেট মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো. জামাল হোসেন, মুক্তিযোদ্ধা নেতা এম এ কাদের মোল্লা, মুক্তিযোদ্ধা এটিএম দোলোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক তানভীর হাসান গভীর শোক জানিয়েছেন।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply