ধর্ষণের ৮ দিন পর মামলা নিল পুলিশ

courtsমুন্সীগঞ্জের গজারিয়ায় এক নারী শ্রমিক ধর্ষিত হওয়ার আট দিন পর বাধ্য হয়ে মামলা রুজু করেছে গজারিয়া থানা। রোববার রাত সাড়ে ৯টায় স্থানীয় মানবাধিকার সংগঠন ও স্থানীয় সাংবাদিকদের চাপে মামলা রুজু করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গজারিয়া থানার পুরাতন বাউশিয়া এলাকার এক নারী শ্রমিক কারখানার কাজ শেষে বাড়ি ফেরার পথে বখাটে যুবক শাহাদাৎ লিটন (২৬) তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে ভবেরচর কলেজ রোডের গোরস্তানের পাশে একটি পরিত্যক্ত ফ্যাক্টরির গোডাউনের ভেতর নিয়ে ধর্ষণ করে। অপহরণ করার সময় লিটনের সঙ্গে আরো দুই জন ছিল।


বাংলাদেশে মানবাধিকার কাউন্সিল গজারিয়া শাখা সাধারণ সম্পাদক এসএম নাসির জানান, ধর্ষিতা শ্রমিক থানায় অভিযোগ দায়ের করার আট দিন পর মামলা রুজু না হওয়ায় তাদের শরণাপন্ন হন। বাংলাদেশে মানবাধিকার কাউন্সিল ও স্থানীয় সাংবাদিকরা থানায় গিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রাত সাড়ে ৯টায় মামলাটি নথিভুক্ত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশীদ জানান, বিষয়টি তদন্ত করতে গিয়ে মামলাটি রুজু করতে বিলম্ব হয়েছে।

শীর্ষ নিউজ

Leave a Reply