লৌহজং উপজেলার খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী অপহরণ এবং অপহৃত ছাত্রী উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমবেশ হয়েছে। সোমবার খিদিরপাড়ায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার মো. দিদার হোসেন, মো. দেলোয়ার হোসেন মোসলেম শিকদার, সাবেক প্রধান শিক্ষক মোঃ সামসুল হক, মো. আব্দুর রাজ্জাক মাদবর, আক্তার হোসেন মোল্লা, মোঃ শহিদুর রহমান, ইউনুস মেম্বার, আতাউর রহমান তালুকদার প্রমুখ। সভায় হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় খিদিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আহ্বান হয়েছে। অবিলম্বে হামলাকারী দুদু চেয়ারম্যানের অপসারন ও ক্যাডার বাহিনীকে গ্রেফতার করা না হলে ক্লাশ বর্জনসহ কঠোর কর্মসূচীর হুমুকি দেয়া হয়।
রবিবার এই বিদ্যালয়টির অপহৃত ছাত্রীকে করেতে উদ্ধার করতে গেলে দুদু চেয়ারম্যানের নির্দেশে ক্যাডার বাহিনী শিক্ষার্থীদের উপর হামলা চালায়।
স্বদেশ
Leave a Reply