প্রতিক বরাদ্দ দেয়ার পর থেকে মুন্সীগঞ্জ সদর উপজ়েলা নির্বাচন প্রার্থীদের প্রচারনার ব্যস্ততাটা দ্বিগুন বেড়েছে, ইতিমধ্যে ব্যানার পোস্টারে ছেয়ে গেছে শহর ও গুরুত্ত্ব পুর্ন মোড় গুলোতে, পছন্দের দলের প্রার্থীদের প্রচারনার দিকে তাকিয়ে সমর্থক সমাজ।
উপজ়েলা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শুরু দিন থেকে প্রচারনায় শীর্ষে ছিল শহর বিএনপির সহ সভাপতি ও জ়েলা আইনজ়ীবী ফোরামের সাবেক সভাপতি এড সালাউদ্দিন খান স্বপন। কিন্তু দল থেকে মনোনয়ন করা হয় মুন্সীগঞ্জ জ়েলা বিএনপি’র সহ সভাপতি রামপাল ইউনিয়ন পরিষদের সভাপতি মোশারফ হোসেন পুস্তিকে, কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী মুন্সীগঞ্জ জ়েলায় বিএনপি সমঝোতা স্বরুপ বাছাই করে একক প্রার্থী ঘোষনা করতে ব্যর্থ হয়। ফলে এড সালাউদ্দিন খান স্বপন বিদ্রোহী হয়ে ধারাবাহিক প্রচারনা চালিয়ে যায়, মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষের দিন পর্যন্ত সমঝোতার অপেক্ষায় ছিল বিএনপি, সমঝোতা না হওয়ায় পরবর্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির কর্যালয়ে এক সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও স্বার্থপরিপন্থী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে শহর বিএনপির সহ-সভাপতিসহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করার হয়। এতে ও সার্বিক প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছে বিএনপি বহিঃস্কৃত প্রার্থী এড সালাউদ্দিন খান স্বপন।
অন্যদিকে উপজ়েলা নির্বাচনে দলকে শীর্ষ অবস্থানে নিয়ে যেতে, মোশারফ হোসেন পুস্তির হয়ে ভোট যুদ্ধে নেমেছে জ়েলা বিএনপির সভাপতি আব্দুল হাই। পুস্তিকে সমর্থন দেয়ার পাশাপাশি সমর্থক সমাজ়ে বিএনপিকে আশার আলো দেখাচ্ছেন তিনি। দশম নির্বাচনে অন্তর্দ্বন্দ্বের করনে আন্দোলনে ব্যর্থতার পর উপজ়েলা নির্বাচনে অংশ গ্রহন করল বিএনপি এখানেও অন্তর্দ্বন্দ্ব দেখা দেওয়ায় স্বঙ্কার মধ্যে আছে দলীয় নেতা কর্মী ও সমর্থক সমাজ।
অন্যদিকে একক প্রার্থী নিয়ে স্রোতের অনুকুলে পাল উড়িয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসউজ্জামান আনিস, উপজ়েলা নির্বাচনের আগেই দুই ভাই আনিস মহিউদ্দিন দ্বন্দ কাটিয়ে একত্রিত হওয়ায় নেতা কর্মী ও সমর্থকরা আশার আলো খুজ়ে পেয়েছে, দলীয় প্রার্থী হিসেবে আনিসে প্রচারনায় যুক্ত হয়েছে নব্য সাংসদ এড মৃনাল কান্তি দাস, তার ব্যাক্তিগত সভা সমাবেশে তিনি আনিসউজ্জামান আনিসের পক্ষ হয়ে প্রচারনা চালাচ্ছে।
মুন্সিগঞ্জটাইমস
Leave a Reply