সরকারী আইন অমান্য করে সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ফসলী জমি কাটার মহোৎসব। আর এসব মাটি যাচ্ছে ইট ভাটায়। যাহা সরকারি বিধি অনুযায়ী দন্ডনীয় অপরাধ। প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটলেও প্রশাসন সম্পূর্ন নীরব ভূমিকা পালন করছে।
এসব মাটি কাটার ফলে একদিকে হ্রাস পাচ্ছে ফসলী জমি অন্যদিকে বিপন্ন হচ্ছে পরিবেশ।
এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত উপজেলা বা ইউনিয়ন বা গ্রামীন সড়ক ব্যবহার করে ভারী যানবাহন দ্বারা ইট বা ইটের কাচামাল (মাটি) পরিবহন নিষিদ্ব থাকলেও তা অবাধে ব্যবহ্রত হচ্ছে। এসম্স্ত আইন বিরোধী কর্মকান্ড চলছে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা, পাথরঘাটা, রামকৃষনদী ও লতব্দী মৌজায়।
এলাকাবাসী জানান, এসমস্ত আইন বিরোধী কর্মকান্ডের প্রধান হচ্ছেন স্থানীয় ভূমি দস্যু বলে খ্যাত সাইফুল বাহিনীর প্রধান সাইফুল ইসলাম। তিনি ২০১২ সালে এসমন্ত অপকর্মের জন্য পরিবেশ অধিদপ্তর কর্তৃক সাত লক্ষ টাকা জরিমানা প্রদান করে ছাড়া পেয়েছেন। বর্তমানে এলাকাবাসী তার অপকর্মের বাধা প্রদান করতে সাহস পাচ্ছেনা।
এব্যাপারে সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, এব্যাপারটি আমি অবগত হয়েছি কিন্তু উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশ পেলে আইনগত ব্যবস্থা নিব।
বাংলাপোষ্ট
Leave a Reply