৫টি জেলার কলকারখানার দূষিত বর্জ্য নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে এসে দূষিত করছে মুন্সীগঞ্জের নদীসমূহকে। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহ জেলার নদীপথে কলকারখানার দূষিত বর্জ্য প্রবাহিত হয়ে মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনাকে দূষিত করছে।
শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর দুই ধারে গড়ে ওঠা কারখানাগুলোতে বর্জ্যের ড্রেনেজ সিস্টেম সরাসরি নদীতে এসে পড়েছে। এ ছাড়া ঢাকা ও নারায়নগঞ্জের নাগরিক বর্জ্য ও শহরতলির ময়লা আবর্জনা স্রোতের টানে সোজা চলে আসে শীতলক্ষ্যা হয়ে মুন্সীগঞ্জের নদীগুলোতে চলে আসে।
এসব বর্জ্যের মধ্যে রয়েছে ক্রোমিয়াম, পারদ, ক্লোরিন, নানা ধরনের এসি দস্তা, নিকেল, সিসা, ফসফোজিপসাম, ক্যাডমিয়াম, লোগা অ্যালকালি ইত্যাদি।
নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় এই নদী অতিবাহিত হয়ে মুন্সীগঞ্জের মেঘনায় মিলিত হয়েছে। নারায়ণগঞ্জের মদনগঞ্জ থেকে নরসিংদীর ঘোড়াশাল পর্যন্ত গড়ে উঠেছে বিভিন্ন কল-কারখানা। এর মধ্যে রয়েছে তিন শতাধিক ডায়িং কারখানা। যাদের ৮০শতাংশই থাকে বর্জ্য।
ডায়িং ফ্যাক্টরির মধ্যে বৃহৎ কয়েকটি প্রতিষ্ঠানে এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) বা বর্জ্য পরিশোধন প্রকল্প স্থাপন বাধ্যতামূলক হলেও অধিকাংশ প্রতিষ্ঠানেই ব্যয় বৃদ্ধির কারণে তা স্থাপন করা হয়নি। ফলে শিল্প-কারখানার বর্জ্যে নষ্ট হয়ে গেছে নদীর পানিসহ জেলার বেশির ভাগ খাল-বিলের পানি। নদীর পানি দূষিত হয়ে লালচে রং ও পচে উৎকট গন্ধ ছড়াচ্ছে।
খুব শীঘ্রই এ দূষন কমাতে না পারলে ঢাকার বুড়িগঙ্গার মতো মুন্সীগঞ্জের নদীগুলোও তাদের আসল রূপ হারাবে।
মুন্সিগঞ্জটাইমস
Leave a Reply