অন্ধকারে আমি হাঁটতে পারি না
কারো কারো চোখ অন্ধকারে বেড়ালচোখ
আমি অন্ধকারে অন্ধকার ছাড়া আর কিছুই দেখি না।
তবে হ্যাঁ, এর মধ্যে কথা আছে
ভালোবাসার আশার ভেতর কাঁটাতার আছে
অন্যমনস্ক চোখের ফ্রেমে আগুনের ছবি আছে
ভালোবাসার চোখে এক আঁধারজিৎ চশমা আছে।
আমি অবলীলায় আলুক্ষেত পার হয়ে
জোড়াপুকুর পেছনে ফেলে
শালবাগানে অন্ধকার জল
পার হয়ে তোমার বাড়ির ঢালে পৌঁছে যাই বিহ্বল।
জানি বড়জোর দুই মিনিটের দেখা হবে
আমার ফেরার পথ ভরে যাবে পোকামাকড়ের ডাকে
জোনাকির আলো ক্রমে লীন ভাবুকের অনুভবে!
ঐ অন্ধকার ঝোপঝাড়, খাল; ঐ অন্ধকার ভরা মাঠ
সবকিছু অন্ধকারে আলোকিত হয়-অবিশ্বাস্য!
পুরুষের সব শক্তি সবটুকু সাহস
প্রেমিক হৃদয়ে বাসা বাঁধে-অভাবনীয়!
আমার উদ্বেগ নয়, আসঙ্গলিপ্সা নয়
ভালোবেসে, অভিসারে, তুমি শুধু ঐটুকু নিও।
জনকন্ঠ
Leave a Reply