বহুতল ভবন নির্মানে ৫০ হাজার টাকা চাঁদা দাবী

chadabaziবেলজিয়াম প্রবাসীর বাড়িতে বহুতল ভবন নির্মানে দাবী মোতাবেক চাঁদা না দেওয়ায় মুন্সীগঞ্জের গজারিয়ায় শুক্রবার রাত সোয়া ৮ টার দিকে লাঠিপেটা করে কেয়ারটেকারের মাথা থেঁতলে ও ২ হাত ভেঙ্গে দিয়েছে দুস্কৃতকারীরা।

এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে- মো: হাসান মিয়া (৩৫) ও আলী আহম্মদ (৪৮)। আহত কেয়ারটেকার মো: বাবুলকে (৪১) আশংকাজনক অবস্থায় ভবেরচরস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


গজারিয়া থানার এসআই নজমুল হুদা জানান, বেলজিয়াম প্রবাসী মোয়াজ্জেম মিয়ার লক্ষ্মী পুরা গ্রামের বাড়িতে বহুতল ভবন নির্মান করা হচ্ছে।

একই গ্রামের হাসান ও আলী আহম্মদের নেতৃত্বে একদল দুস্কৃতকারী ভবন নির্মানে ৫০ হাজার টাকা চাঁদা চায়। আহত কেয়ারটেকার বাবুল মিয়া বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করে

বিডিটুয়েন্টিফোর

Leave a Reply