শেখ মো. রতন: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় আ’লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় পর্যায়ে ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। এতে চরম দূর্ভোগে পরেন যাত্রীবাহি বাসের সাধারণ যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঘটনার সত্যতা স্বীকার করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকমর্তা (ওসি) মো: আবুল বাসার জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুচিয়ামোড়া এলাকায় ও মধ্যমচর গ্রামের আ’লীগ সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ২ ঘন্টা পর ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এটিএনবিডি
Leave a Reply