টঙ্গীবাড়ীতে জামায়াত কর্মীর নির্যাতনে ভাই গৃহহারা

dakhalটঙ্গীবাড়ীতে এক জামায়াত কর্মী নির্যাতন করে আপন ছোট ভাইকে ভিটি ছাড়া করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত ছোট ভাই বড় ভাইয়ের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের ভয়ে থানায় মামলা করেও কোন প্রতিকার পাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগি পরিবারের লোকজন।

উপজেলার বলই গ্রামের জামায়াত কর্মী জামাল খান তার ছোট ভাই কবির খানকে বাড়ি ছাড়া করার জন্য ভাড়াটে সন্ত্রাসৗ দিয়ে কয়েক দফা হামলা চালিয়ে বাস গৃহে লুটপাট ও স্ত্রী সন্তানদের মারপিট করেছে। গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় জামাল নারায়নগঞ্জ থেকে সন্ত্রাসী নেকবর বাহিনী এনে কবিরের স্ত্রী রেহেনা বেগম (৩৬)কে অপহরন করার চেষ্টা করে। কবির বাধা দিলে তার স্ত্রীকে মারপিট করে সন্ত্রাসীরা চলে যায়।




ওই রাতেই রেহেনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারাত্মক আহত অবস্থায় ভর্তি করা হয়। এলাকাবাসি জানিয়েছে ৬৯ ও ২০০৮ সালে জামাল পিতা মাতাকে মারপিট করলে কিছু দিন অসুস্থ থেকে তাদের মৃর্ত্যু হয়। কবির জানিয়েছে ভিটিবাড়ি আত্মসাত করার জন্য জামাল তাকে বাড়ি ছাড়া করে রাখছে। জামাল জানিয়েছে কবির মিথ্যা অভিযোগ করে তাকে সমাজে হেয় করছে।

মুন্সিগঞ্জটাইমস

Leave a Reply