বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার শুলপুর গ্রামে আবারও এক বাড়িতে সশস্ত্র ডাকাতি হয়েছে। এ সময় আব্দুল রহমান (৩২) ও মরিয়ম বেগম (২৫) দুজন গুরুত্বর আহত হন। এর একমাস আগে আগে সিরাজদিখানে বার দিনে বার বাড়িতে ডাকাতি হয়েছিল।
ডাকাতদল নগদ টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। আহত আব্দুল রহমান জানান, শুলপুর গ্রামের রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙ্গে ঘড়ে ঢুকে রাম দা দিয়ে মুখে ও হাতে আমাকে ও আমার স্ত্রী মরিয়মকে কুপিয়ে আঘাত করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ১ ভরি স্বর্ণালঙ্কার, ১টি হাতঘড়ি,১টি মোবাইল, নগদ ৩ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, তিনি ডাকাতি হয়েছে শুনেছেন। এ বিষয়ে শক্রবার দুপুর পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
বাংলাপোষ্ট
Leave a Reply