দীর্ঘ ছয় মাসেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। কর্মজীবনে অনেক সূত্রহীন (ক্লুল্যাস) মামলার রহস্য উদঘাটন করলেও এ চৌকস অফিসারকে হত্যার কারণ খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন তারই এক সময়ের সহকর্মীরা।
গত বছর ২৯ আগস্ট রাজধানীর পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ৭৫/২ নম্বর পাঁচ তলা বাড়ির তৃতীয় তলায় খুন হন ফজলুল করিম। স্ত্রী স্বপ্না করিমকে অস্ত্রের মুখে জিম্মি করে পেশাদার সন্ত্রাসীরা। ফজলুল করিম খবরের কাগজ পড়ছিলেন। এ সময় তাকে খুন করে পালিয়ে যায় খুনিরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসাসহ তিনটি গুলির আলামত সংগ্রহ করে। এ ছাড়া সিআইডিও ক্রাইম সিনের বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ঘটনার পরদিন তার জামাতা ব্যারিস্টার মুকিম উদ্দিন খান জাহান আলী চৌধুরী রামপুরা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। প্রথমে মামলাটি তদন্ত করে রামপুরা থানা পুলিশ। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে দায়িত্ব দেয়া হয়। এ বিষয়ে ডিবির বিশেষ (স্পেশাল) টিমের সহকারী কমিশনার জুয়েল রানা জানান, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এখনো হত্যার মূল কারণ বা সূত্র পাওয়া যায়নি।
ঘটনার পর পুলিশ কর্মকর্তারা বিশেষ গুরুত্বের সঙ্গে মামলা তদন্তের করার কথা জানিয়েছিলেন। দীর্ঘ ছয় মাস পরও একই কথা বলছেন তারা। এমনকি এক সময়ের সহকর্মীরা হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও তার পরিবারকে কোনো ধারণা দিতে পারছে না।
এদিকে এতদিনেও স্বামী হত্যার কারণ জানতে না পেরে ও আসামি গ্রেফতার না হওয়ায় হতাশ ফজলুল করিমের স্ত্রী আফরোজা করিম স্বপ্না।
তিনি জানান, তার স্বামী দেশকে, পুলিশ বাহিনীকে অনেক কিছু দিয়েছেন। চাকরি জীবনে আন্তরিকতার সঙ্গেই বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করে অপরাধী ধরেছেন। আর তিনিই নির্মমভাবে খুন হলেন। তার সহকর্মীরা আন্তরিকতার সঙ্গে তদন্ত করছেন না।
তদন্ত কর্মকর্তা এসআই এএনএম নুরুজ্জামান মানবকণ্ঠকে বলেন, এ পর্যন্ত ফজলুল করিমের আত্মীয়স্বজন, প্রতিবেশী ও ফজলুল করিমের গাড়িচালকসহ অন্তত ২০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু হত্যার মূল কারণ জানা যায়নি বলে মূল পরিকল্পনাকারীকেও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এটা নিশ্চিত হওয়া গেছে যে, ভাড়াটে খুনিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে শনাক্তও করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। অল্প সময়ের মধ্যেই রহস্য উšে§াচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চৌকস অফিসার ছিলেন ফজলুল করিম: কর্মজীবনে সাহসী ও চৌকস কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন নিহত সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম। আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও অপরাধ দমনে তার কর্মদক্ষতা, সাহস, মেধা ও যোগ্যতা নিজ বিভাগকে ছাপিয়ে জনমনেও সুনাম অর্জন করেন।
১৯৬৬ সালে ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার হিসেবে তার চাকরি জীবনের শুরু। এর তিন বছরের মাথায় পুলিশের চাকরি জীবনে প্রথম কর্মস্থল রাজবাড়ীতে যোগদান করেন তিনি। কর্মজীবনের প্রথম দিকে পোশাকধারী পুলিশ হিসেবে কাজ করে সুনাম অর্জন করেন। চাকরি করেন ডিবিতেও। এরপর সিআইডিতে যোগ দেন সহকারী পুলিশ সুপার পদে। ২০০৭ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান তিনি।
শেষের দিকে সাদা পোশাকের গোয়েন্দা কর্মকর্তা হিসেবে অনেক চাঞ্চল্যকর ও অপরাধমূলক কর্মকাণ্ডের রহস্য উদঘাটন করে দেশজুড়ে প্রশংসিত হয়েছেন ফজলুল করিম। তার সাহসী কর্মতৎপরতার জন্য ধরা পড়ে অসংখ্য দুর্ধর্ষ অপরাধী। অসাধারণ কর্মদক্ষতার জন্য পেয়েছেন প্রেসিডেন্ট পদকসহ পুলিশ বাহিনীর অসংখ্য পুরস্কার। একজন চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের কাছ থেকে সম্মাননা পান।
নিহত ফজলুল করিমের বাবার নাম মৃত কফিল উদ্দিন খান। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানের রামকৃষ্ণদী।
মানবকন্ঠ – শফিকুল বারী
Leave a Reply