কিশোরগঞ্জ যাওয়ার পথে নিখোঁজ মুন্সীগঞ্জের আইনজীবী কাজী ওবায়দুল ইসলাম সিপন (৪৬) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় সোমবার নিখোঁজ আইনজীবীর শ্বশুর আব্দুল হাকিম বাদী হয়ে সদর থানায় জি.ডি করেছেন।
পরিবারের স্বজনরা জানান, শুক্রবার রাতে আইনজীবী কাজী ওবায়দুল ইসলাম সিপন কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাসযোগে রওনা হন। এদিন রাত ১২টার সময় ভৈরব থেকে স্ত্রী সোনিয়া আক্তার রেনুর সঙ্গে মোবাইল ফোনে কথা হয়।
এরপর থেকে নিখোঁজ হওয়ার পর তার আর কোন খোজঁ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও শুক্রবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত বন্ধ রয়েছে।
পরিবারের স্বজনদের ধারণা, বাসযোগে যাওয়ার পথে আইনজীবী কাজী ওবায়দুল ইসলাম সিপন অজ্ঞান পার্টির কবলে পড়ে নিখোঁজ হয়ে পড়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সুলতানউদ্দিন জানান, জিডি রুজুর পর দেশের সকল থাকায় ওয়ার্রলেস বার্তা পৌঁছানো হয়েছে।
এবিনিউজ
Leave a Reply