মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে লৌহজং উপজেলা জয় পেয়েছে। বৃহস্পতিবার বিকালে সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে অনুষ্ঠিত খেলায় তার ৩-০ গোলে স্বাগতিক সিরাজদিখান উপজেলা একাদশকে হারিয়ে দেয়। প্রথমার্ধে বিজয়ীদল ১-০ গোলে এগিয়ে ছিল।
এদিকে শ্রীনগর স্টেডিয়াম মাঠে উদ্বোধনী খেলায় শ্রীনগর উপজেলা একাদশ ৬-০ গোলে গজারিয়া উপজেলা একাদশকে হারিয়ে দিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ৪-০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের বিদেশী খেলোয়ার কাস্তা হ্যাট্রিক করার গৌরব অর্জন করে। আরেক বিদেশী খোলোয়ার ভাঙ্গুরা ২টি এবং নয়ন ১টি গোল করেন। এই টুর্নান্টের জাকঁজমকপূর্ণ উদ্বোধন করেন স্হানীয় সংসদ সদস্য বাবু সুকুমার রঞ্জন ঘোষ এমপি, ঢাকার বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান ও জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। টুর্নামেন্টে ৬টি উপজেলা একাদশ অংশ নিচ্ছে।
স্বদেশ
Leave a Reply