মনে যদি রঙ লেগে যায়
সব কিছুই হয় রঙিন,
ভালো লাগার সুখ পরশে
মনটা নাচে তাধিন ধিন।
নিজের লাগা ভালো গুলো
দাও বিলিয়ে অন্যকে,
দেখবে কতো সহজ হবে
পোষ মানানো বন্যকে।
সব কিছুকে সহজ ভাবে
নিতে যদি পারো,
মন খুশিতে দেখবে তখন
ওঠবে নেচে আরো।
পালিয়ে যাবে এতোদিনের
দুঃখ নামের খরা,
অধরা সেই সুখটা তখন
দিবে তোমায় ধরা।
সামান্যতে তুষ্ট থেকে
হওয়াতো যায় সুখী,
অনেক কিছু পেয়েও বা কেউ
হয় যে চির দুখী।
সুখে থাকার মন্ত্র হলো
নিজেকে নিজে জানা,
সুখের পিছু ছুটলে পরে
হয় কেবল হার মানা।।
টোকিও, ফেব্রুয়ারী ২০১৪
Leave a Reply