মুন্সীগঞ্জ সদর উপজেলায় নিজ বসত ঘর থেকে ঝুলন্ত এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দীপু বেপারী(২৫) উপজেলার চরাঞ্চল বড় মোল্লাকান্দি গ্রামের শাহ-আলম বেপারীর ছেলে। পুলিশ জানিয়েছে, শুক্রবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার এসআই মোশারফ হোসেন জানান, শুক্রবার বেলা ১২ টার দিকে পরিবারের স্বজনদের সংবাদে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। এক বছর আগে বিয়ে করেছিলেন দীপু।
সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, নিহত দীপুর খালাত ভাই সিরাজের মোবাইল ফোন সেট চুরি হওয়ায় তাকে কয়েকদিন আগে চোরের অপবাদ দেওয়া হয়। অপবাদ সইতে না পেরেই তিনি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
সমকাল
Leave a Reply