মুন্সীগঞ্জে ৩২ পিস বিয়ারসহ সানু বেগম (৪০) নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ টরকি গ্রাম থেকে গ্রেপ্তার ও বিয়ার উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার এসআই মোশারফ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ টরকি গ্রামের মোস্তফা মৃধার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নিজ ঘরের খাটের নিচে রক্ষিত ৩২ পিস বিয়ারসহ মোস্তফা মৃধার স্ত্রী মাদক বিক্রেতা সানু বেগমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply