শ্রীনগরে অজ্ঞান পার্টির তিন সদস্য আটক

srinagar hআরিফ হোসেন: শ্রীনগরে এক সিএনজি চালককে চেতনা নাশক খাইয়ে সিএনজি অটোরিক্সা ছিনতাইয়ের সময় অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে পুরিশ। শনিবার বিকাল পাচটার দিকে ঢাকা-দোহার সড়কের বাইপাস এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

পুলিশ জানায়, অজ্ঞান পার্টির চার সদস্য ঢাকা থেকে বালাশুর যাওয়ার কথা বলে সিএনজি অটোরিক্সাটি ভাড়া নেয়। বাইপাশ এলাকায় এসে চালককে চায়ের সাথে চেতনা নাশক খাইয়ে সিএনজিটি ছিনতাইয়ের চেষ্টা করলে অজ্ঞান পার্টির সদস্য মুন্না (২৬), সোহেল (২৮), সাগর (২৩) কে আটক করা হয়।

এসময় তাদের অপর সঙ্গী রনী (২৮) পালিয়ে যায়। ছিনতাইকারীদের সবার বাড়ী নারায়নগঞ্জ জেলার ফতুল্লা এলাকায়। এব্যাপারে শ্রীনগর থানায় মামলা হয়েছে।
srinagar h

Leave a Reply