টঙ্গীবাড়ীতে দু-পক্ষের সংঘর্ষে ৮ মহিলাসহ আহত ১০

sssssব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পুড়াপাড়া গ্রামে বিবাদমান পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রোববার দু-পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

জানাগেছে, উপজেলার পুড়াপাড়া গ্রামের শাহ আলম বেপারীর সাথে প্রতিবেশী হাবিবুর রহমান বেপারী গংদের দীর্ঘ ৫০ বছর যাবৎ ৩ একর ১৩ শতাংশ জমি নিয়ে বিবাদ চলে আসছে। রোববার শাহআলম বেপারী বিবাদমান জমির পুকুরে মাছ ধরতে গেলে হাবিবুর রহমান গং বাধা দিলে তারা পূনরায় সংঘর্ষে জড়িয়ে পরে।

এ সময় শাহআলম গং পক্ষের কামাল, রিমা, সাথি, নাঈম এবং হবিবুর রহমান গং পক্ষের রাবেয়া, সাজেদা, নাছিমা, শিপন, পিয়ারা ও মর্জিনা আহত হয়।

এ ব্যাপরে শাহআলম বেপারী বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply