মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মাওয়া চৌরাস্তা সংলগ্ন কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল মেরে আগুন ধরিয়ে দেয়া হয়। পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে এ ঘটনায় কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান তালুকদার অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।
অন্যদিকে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গতকাল বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাওয়া চৌরাস্তায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়। এতে ওই কার্যালয়টি আগুনে পুড়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এবিনিউজ
==========
Leave a Reply