গজারিয়ায় ফের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

sssssমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নির্বাচনে রোববার বিকালে ফের সংঘর্ষে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান দেওয়ান মনার স্ত্রী লাকী বেগম (৩২) গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহকারী রির্টানিং অফিসার ও গজারিয়ার ইউএনও ড. এটিএম মাহবুব-উল-করিম জানান, বাউশিয়ার পোড়াচক বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ হাজার ৫৮ ভোটের মধ্যে প্রায় ২৮শ’ ভোট কাস্ট হয়। শেষ মুহুর্তে জোর করে আরও প্রায় ৩শ’ ভোট সিল মিরে বাক্সে ভরে।

তাই বাধ্য হয়ে কেন্দ্রটি বাতিল করে প্রিজাইডিং অফিসার সরঞ্জামাদিসহ কেন্দ্র থেকে বের হবার পর পথে প্রায় ৫শ’ লোক ব্যারিকেট দেয়। বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান দেওয়ান মনার এই সমর্থকরা তাদের আটকে রেখে ভোট গণণা করে ফলাফর ঘোষানার জন্য চাপ দেয়। এই নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বাক-বিতন্ডা শুরু হয়। পরে সেখানে উপস্থিত সেনাবাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি করলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সরঞ্জামাদিসহ প্রিজাইডিং অফিসার উপজেলা সদরে ফিরে আসে। এই সময় গুলিবিদ্ধ লাকী বেগমকে (৩২) মূমূর্ষু অবস্থায় ঢাকা মেডক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই রিপোর্ট লেখার সময় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ চলছিল। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

স্বদেশ

Leave a Reply