গজারিয়া উপজেলায় জাল ভোট দিতে গিয়ে কারাদন্ডাদেশ

courtমুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে মো. মিজানুর রহমান (৩৯) নামের একজনকে কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে নির্বাচন চলাকালে এ ঘটনাটি ঘটে।

গজারিয়া উপজেলা নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হয় মো. মিজানুর রহমান। গ্রেপ্তারের পর ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল-আমিন জানান, অন্যের ভোট দেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিনিউজ

Leave a Reply