ব.ম শামীমঃ টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ (দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান প্রার্থী রাহাত খান রুবেল (টিয়া পাখি) ও এমিলি পারভিন (কলস) পক্ষে ব্যাপক গনসংযোগ করেছেন স্থাণীয় আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার উপজেলার পাচঁগাও, চাঠাতিপাড়া, দশত্তর, চিত্রকড়া, সিদ্ধেশ্বরী, সাতুল্লা, মান্দ্রা, কাইচমালধা, খলাগাওঁ এলাকায় গনসংযোগ করেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জগলুল হাওলাদার ভূতূ, সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, যুবলীগ সভাপতি রেজাউর রহমান ডিউক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান শিল্পি, পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সহিদ হোসেন ঢালী, সাধারণ সম্পাদক ইবনুল কবির মিঠু মুন্সী, মিলেনুর রহমান, হাকিম খন্দকার, আমিনুল ইসলাম বেপারী, রুহুল আমিন মেম্বার, নুরুল ইসলাম মল্লিক, মোহন সেখ, কামরুল ইসলাম, আকলিমা আক্তার, আজাদ হোসেন, আ. জব্বার , কাউসার হাওলাদার, আওলাদ হোসেন ডালিম, ইমন হাওলাদার প্রমূখ।
Leave a Reply