প্রবাসী কাঞ্চন হত্যাকাণ্ডের আসামি রসুলপুরে গ্রেপ্তার

arrestsগাজীপুরের কাপাসিয়ায় মালয়েশিয়ার রেষ্টুরেন্ট মালিক প্রবাসী কাঞ্চন চৌধুরী (৪৫) হত্যাকান্ড সংঘটিত হওয়ার ৭ মাস পর নিহতের মেয়ের গাড়ীর চালককে বুধবার বিকেলে মুন্সীগঞ্জে গ্রেপ্তারর করেছে পুলিশ।

জেলার গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকা থেকে নিহত রেষ্টুরেন্ট মালিকের মেয়ে রিনা চৌধুরীর ব্যক্তিগত মাইক্রোর চালক জজ মিয়া ওরফে শহীদুলকে (৪০) গ্রেফতার করে পুলিশ।

গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানান, দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল জজ। বুধবার বিকেল ৫ টার দিকে রসুলপুর খেয়াঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সে হত্যা মামলার মুল আসামী।

নিহতের মেয়ে রিয়া চৌধুরী দাবী করেন, অগাধ টাকা হাতিয়ে নেওয়ার লোভে তার বাবাকে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের মুল-পরিকল্পনা ও একই সঙ্গে কিলিং মিশনে অংশ নিয়েছিল তারই গাড়ীর চালক জজ। সে নরসিংদির মাদবদীর মৃত সুলতান মিয়ার ছেলে।

২০১৩ সালের ২৭ আগষ্ট রাতে কাপাসিয়াস্থ নিজ বাড়িতে রেষ্টুরেন্ট মালিক প্রবাসী কাঞ্চন চৌধুরীকে ২০-২২ টি ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে ও পরে গলাটিপে হত্যা করে।

তিনি বছরের বেশীর ভাগ সময়ই মালয়েশিয়ায় থাকতেন মৃত কাঞ্চন চৌধুরী।

অল্প কয়েক দিনের জন্য মালয়েশিয়া থেকে নিজ বাড়িতে আসলে খুন হন তিনি। হত্যাকান্ডের কয়েক দিন পর গাজীপুর আদালতে নিহতের রিনা চৌধুরী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

এটিএন টাইমস

Leave a Reply