গজারিয়ায় আ’লীগ নেতা গ্রেফতার

arrests২৩ মার্চ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ভবেরচর ইউনিয়ন আ’লীগ সভাপতি লোকমান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভবেরচর কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদউদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি সামছুদ্দিন প্রধানের খুনিদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে হাজারো নারী-পুরুষ।

এ সময় খুনিদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করে নেয়। এর আট ঘণ্টার ব্যবধানে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ওসি ফরিদউদ্দিন জানান, ভবেরচর কলেজ রোড এলাকা থেকে বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply