নিজ গ্রামে এসপি হাবিবের রামরাজত্ব

sp-habibসদ্য প্রত্যাহারকৃত মুন্সীগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমানের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে মুন্সীগঞ্জ ও এসপি হাবিবের নিজ এলাকা বরগুনার জনগন। এসপি থাকাকালীন তার দাপটে অনেকেই হয়রানির শিকার হয়েছে। কিন্তু কেউ মুখ খুলতে সাহস পাননি। এসপি হাবিব ও তার পরিবারের লোকজনের দাপটে কোন কথাই বলতে পারতেন না এলাকাবাসী। তাদের অন্যায়ের প্রতিবাদ করলে এসপির পরিবারের লোকজন মিথ্যা মামলায় ফাঁসানোসহ নানা হয়রানী করতো ক্ষমতার জোরে।

এদিকে মুন্সীগঞ্জের সাবেক এই এসপি কর্মকান্ড নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকেই বলেন তবে কি পুলিশ সুপার স্বাধীনতা বিরোধী ছিলেন? তা না হলে কেন তিনি স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীসহ জাতীয় অনুষ্ঠানগুলোতে অংশ গ্রহন করতেন না। প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মৃত্যুর পর দেশে যখন রাষ্ট্রীয় শোক চলছিল, তখন মুন্সীগঞ্জের এই এসপি লৌহজংয়ের পদ্মা রিসোর্টে এক পিকনিক পার্টিতে মশগুল ছিলেন গান-বাজনা আর আনন্দ উৎসবে। তার এসকল কর্মকান্ডে ঝড় বইছে মুন্সীগঞ্জের সুশিল সমাজের লোকদের মাঝে।

প্রভাব খাটিয়ে এসপি হাবিব ও তার পরিবার নিজ ইউনিয়ন বরগুনার পঁচাকোড়ালিয়ায় কায়েম করেছেন রামরাজত্ব। একের পর এক মিথ্যে মামলা দিয়ে পুলিশী হয়রানি করে পথে বসিয়েছেন প্রতিপক্ষ একাধিক পরিবারকে। শনিবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন এসপি হাবিবের নিজ ইউনিয়ন পঁচাকোড়ালিয়ার বর্তমান ইউপি চেয়ারম্যান ও প্রবীণ মুক্তিযোদ্ধা নজির হোসেন কালু পাটোয়ারী ও তার পরিবার। সংবাদ সম্মেলনে তিনি জানান, মুন্সীগঞ্জের গজারিয়া থানায় তিন শ্রমিককে হত্যার পর ছিনতাই হওয়া একটি সিমেন্ট বোঝাই কার্গো পঁচাকোড়ালিয়া নিয়ে আসে স্হানীয় একটি চক্র।

এ ঘটনায় এসপি হাবিবের নির্দেশে তাকে এবং তার এক প্রকৌশলী পুত্রসহ দুই পুত্র এবং চাচাত ভাই ও তাদের ছেলেদের ষড়যন্ত্রমূলকভাবে মামলার (মামলা নং জিআর ৩৪০/১৩) আসামী করা হয়। এছাড়া মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় এমন একাধিক মামলায় পঁচাকোড়ালিয়ার একাধিক নিরীহ ব্যবসায়ীকে আসামী করা হয়েছে যেসব ঘটনার সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। এসপি হাবিবের ভয়ে সেসব ভুক্তভোগী পরিবার মুখ খুলতে সাহস পাননি।

অশ্রুসজল চোখে প্রবীণ মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারী আরও জানান, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সারা জীবন তিনি আ’লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। জনগনের রায় নিয়ে তিনি দু’দুবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অথচ আ’লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দুর্নীতিবাজ ও প্রভাবশালী এসপি হাবিবের ষড়যন্ত্রে তাকে খুন ও ছিনতাইসহ একাধিক মামলার ওয়ারেন্ট নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তিনি বলেন, এসপি হাবিব ও তার বড়ভাই হানিফের চক্রান্তে (স্হানীয়ভাবে যিনি থানার দালাল নামে পরিচিত) চুরি, ছিনতাইসহ পঁচাকোড়ালিয়া ইউনিয়নের যেকোন অপকর্মের সাথে বিভিন্ন সময়ে তার ও তার ছেলেদের নাম জুড়ে দেয়া হয়েছে। সত্তোরোর্ধ প্রবীণ ইউপি চেয়ারম্যান কালু পাটোয়ারী আরও জানান, এসপি হাবিব ও তার বড়ভাই হানিফের চক্রান্তের শিকার হয়ে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের অনেক পরিবার এখন পথে বসেছে। এসপি হাবিবের ভয়ে তাদের কেউই মুখ খুলতে সাহস পাননা বলে জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, নামে বে-নামে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন এসপি হাবিব। রাজধানী ঢাকাসহ মুন্সীগঞ্জ এবং বরগুনায় একাধিক ব্যবসা রয়েছে তার। এসপি হাবিবের ছোট শ্যালক সাইফুলের নেতৃত্বে বরগুনায় মাদক চোরাচালানের একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। গাঁজা, হেরোইন এবং ইয়াবাসহ মাদকের বড় বড় চালান বরগুনায় আসে এসপি হাবিবের শ্যালক সাইফুলের নেপথ্য সহযোগিতায়। নাম প্রকাশে অনিচ্ছুক এমন একাধিক স্হানীয় অধিবাসীর সাথে কথা বলে জানা গেছে, বরগুনার উকিল পাড়ায় এসপি হাবিবের ছোট শালী ও শ্বশুরের বাসায় প্রতি মাসে নিয়মিত বড় বড় মাছের পেটরা, গ্যালন গ্যালন সয়াবিন তেলসহ চাপাতার প্যাকেট আসত মুন্সীগঞ্জ থেকে।

২০০০ সালে ছাত্রলীগের সিল নিয়ে ২০তম বিসিএসএ এএসপি হিসেবে যোগদান করেন হাবিব। যোগদানের পরপরই সরকার পরিবর্তন হলে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার কারণে চাকরিচ্যুত হন এসপি হাবিব। দীর্ঘ ৫ বছর ঝুলে থাকে তার চাকরি। সে সময় বরগুনার স্হানীয় একাধিক এনজিওর মাঠকর্মী হিসেবে কাজ করেন তিনি। পরে ওয়ান ইলেভেনের সময় আদালতের রায় নিয়ে পাঁচ বছর পরে পূণরায় চাকরিতে বহাল হন এসপি হাবিব। ১৯৯১ সালে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বগী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং বরগুনা সরকারি কলেজ থেকে ১৯৯৩ সালে এইচএসসি পাশ করেন এসপি হাবিব। এসময় বরগুনার চরকলোনী এলাকার একজন আইনজীবী সহকারীর (মহরার) বাসায় জায়গীর থাকেন এবং তার মেয়ের সাথে ভালবাসার সম্পর্কের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এসপি হাবিব।

স্বদেশ

Leave a Reply