বাংলাদেশ মানবাধিকার কমিশন লৌহজং উপজেলা শাখার নিবার্হী সদস্য ও ড্রিমল্যান্ড মাল্টি পারপাস কোঅপারেটিপ এর নির্বাহী পরিচালক রবিন ঘোষের নাগের হাট গ্রামের বাড়ীতে দুর্ধষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় চার লাখ টাকা লুটে নেয়।
ডাকাতদের আঘাতে আহত হয়েছে রবিন ঘোষের বড় ভাই শ্রী গোপাল ঘোষ(৪৭), বাড়ির কেয়ারটেকার খোকন(২৫) মুক্তার হোসেন(৩১) সহ তিন জন। তাদের ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবীন ঘোষ জানান, শনিবার রাত দেড়টার টার দিকে ২০/২৫ জনের একটি ডাকাত দল তার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় তিনি বাধা দিলে তাকে ও তার স্ত্রীকে অস্রের ভয় দেখিয়ে জিম্মি করে নগদ ৯০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণলংকার লুটে নেয় ডাকাতরা।
এরপর পাশের ঘরের তার বড় ভাই গোপাল ঘোষের ঘর থেকে নগদ আড়াই লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, তাদের বাবা-মায়ের ঘর থেকে নগদ টাকা স্বর্ণালংকার ২টি মোবাইল ফোন এবং কেয়ারটেকারদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা লুটে নিয়ে সটকে পড়ে ডাকাত দল। খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঠিক এক সপ্তাহের মাথায় গত মঙ্গলবার রাতে একই উপজেলার সাতঘরিয়া গ্রামে গান্দি ঘোষের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে বলে জানা যায়।
বাংলাপোষ্ট
Leave a Reply