আ’লীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে মামলা

court4গজারিয়ায় নির্বাচন পূর্ব সহিংসতায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেফায়েতউল্লাহ খান তোতার বিরুদ্ধে সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন এই সহিংসতায় গুরতর আহত গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান দেওয়ান। আদালতে উপস ছিলেন একই ঘটনায় গুরুতর আহত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. রফিকুল ইসলাম বীর প্রতীক। গত ২২ মার্চ নির্বাচের আগের দিন বলা ১১ টার দিকে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক মুক্তিযুদ্ধের বীর প্রতীক রফিকুল ইসলাম ও গজারিয়া আ’লীগের সভাপতি সোলায়মান দেওয়ানকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রেফায়েতউল্লাহ খান তোতার সমর্থকরা। এই ঘটনায় ঐ দিনই থানায় ৩১ জনকে আসামী একটি মামলা দায়ের করলেও ওসি ছলচাতুরী করে মূল আসামী রেফায়েতউল্লাহ খান তোতাসহ চার জনের নাম বাদ দিয়ে এবং এক আসামীর বাবাকেও আসামী করে ২৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করে। মামলা নং ৩০(৩)১৪। কিন্তু পরবর্তীতে তারা সুস্থ্য হয়ে সোমবার আদালতে পুরো ঘটনা উল্লেখ করে ফের ৩১ জনের বিরুদ্ধেই মামলা গ্রহনের আবেদন করেন। আদালতটির বিচারক ওবায়দা খানম মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য গজারিয়া থানার ওসিকে নির্দশ দিয়েছেন।

এই তথ্য দিয়ে বাদী পক্ষের আইনজীবী মো. হালিম হোসেন জানান, ১৪৩, ৪২৭, ৩২৩, ২৬, ৩০৭, ৩৭৯ ও ১১৪ ধারায় এই অভিযোগ দাখিল করা হয়েছে। এদিকে নির্বাচনের দিন সাহিংসতায় বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান এবং ইউপি আওয়ামী লীগ সভাপতি ছামসুদ্দিন প্রধান হত্যার ঘটনায়ও গজারিয়া থানার তৎকালীন ওসি মূল আসামী রেফায়েতউল্লাহ খান তোতাসহ ২২ জনের নাম বাদ নিয়ে মামলা গ্রহন করে। এই ঘটনায়ও পরবর্তীতে মুন্সীগঞ্জ সিনিয়র জডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে আদালত তা গ্রহন করে তদন্তের নির্দেশ দেন। কাল ৯ এপ্রিল এই উপজেলার স্থতিকৃত ৯টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ৪৫ কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্রের ফলাফলে রেফায়েতউল্লাহ খান তোতা ১০ হাজার ৮শ’ ভোটে এগিয়ে আছেন। তবে পুনরায় অনুষ্ঠিতব্য ৯টি কেন্দ্রের ভোট সংখ্যা ২৫ হাজার ২৮০।

স্বদেশ
====

মুন্সীগঞ্জে তোতাসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

গজারিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতাকে প্রধান আসামি করে ৩১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান বাদী হয়ে মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার আইনজীবী মো. হালিম হোসেন জানান, গত ২৩ মার্চ গজারিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগের দিন ২২ মার্চ বেলা ১১ টার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক মুক্তিযুদ্ধের বীর প্রতীক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম বীর বিক্রম (৬০) ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ানকে (৫৫) উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী তোতা ও তার সমর্থকরা।

এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী তোতার বিরুদ্ধে থানায় মামলা না নেওয়ায় আহত হওয়ার ঘটনার ১৬ দিন পর মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-৫ আদালতে রেফায়েত উল্লাহ খান তোতাকে প্রধান করে ৩১ নেতাকর্মীর নামে এ মামলা দায়ের করেন আওয়ামী লীগ নেতা সোলায়মান দেওয়ান। আদালতের বিচারক ওবায়দা খানম মামলাটি আমলে নিয়ে গজারিয়া থানার ওসিকে তা তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

বার্তা২৪

Leave a Reply