মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় স্থগিত ৯ কেন্দ্রের ভোট গ্রহণ আগামি ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনে একতরফা সিল মারা ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় এই উপজেলাগুলোতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
গজারিয়া পুন:ভোট গ্রহণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামি ৯ এপ্রিল ভোটের দিন এসব কেন্দ্রে দ্বিগুণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, র্যাব ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বরাবর চিঠি দিয়েছে কমিশন। ৯টি কেন্দ্রে মোট ভোটার ২৫২৯।
গজারিয়া উপজেলার স্থগিত কেন্দ্রগুলো হচ্ছে- বালুয়াকান্দি আবদুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ, ২৫ পুরাচক বাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৮ আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০নং কৈক্ষারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও বাঘাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অর্থসূচক
Leave a Reply