গজারিয়ার ফরাজিকান্দি গ্রাম ১৫ দিন ধরে জনশূন্য

স্কুল ও মসজিদ বন্ধ
গজারিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় বাউশিয়া ইউনিয়নের ফরাজিকান্দি গ্রাম ১৫ দিন ধরে প্রায় জনশূন্য। এখনও চলছে ভাংচুর ও লুটপাট। গ্রামের দু’টি বিদ্যালয় ও দু’টি জামে মসজিদ নির্বাচনের পরদিন থেকে বন্ধ রয়েছে। বিদ্যালয়ে কোন শিক্ষক-শিক্ষার্থী এবং মসজিদে ইমাম ও মুসল্লিরা ভয়ে আসছে না। গজারিয়া কলিমুল্লাহ কলেজের শিক্ষার্থী ফরাজিকান্দি গ্রামের বাসিন্দা ১৭ পরীক্ষার্থী চলতি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। ১১শ’ ভোটারের এই গ্রামে লোকের বসতি প্রায় ৩ হাজার।

সোমবার রাতে ফরাজিকান্দি গ্রামের ফরাজিবাড়িতে মাছ ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের তালাবদ্ধ ঘর ভেঙ্গে ফ্রিজ, টিভি, ফার্নিচার, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে। নজরুল ইসলাম জানান, মধ্যমকান্দি গ্রামের মৃত খুরশিদ মিয়ার পুত্র মোশারফের নেতৃত্বে সন্ত্রাসীরা তার মালামাল লুট করে নেয়। এর আগে নাজনী নামের এক মহিলাকে মারধর করে ঘরের মালামাল লুট করে গ্রাম থেকে বের করে দেয় সন্ত্রাসীরা। মোঃ ওসমান প্রধানে তালাবদ্ধ বিল্ডিংয়ের তালা ভেঙ্গে লুটপাট চালায় সন্ত্রাসীরা। একই রাতে সন্ত্রাসীরা হিরো মিয়া, মামুন মেম্বার ও শহীদের টিনের ঘর ভেঙ্গে মালামাল লুটপাট চালায়। ২৪ মার্চের রাত থেকে প্রতিদিনই এভাবে গ্রামের অসংখ্য বাড়িঘর-ভবনে লুটপাট চলছে।

সন্ত্রাসীদের হামলার ভয়ে বাসিন্দারা গ্রামে আসতে পারছে না। গ্রামের অধিকাংশ মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে। প্রধান সড়কে মাঝে মধ্যে টহল দিলেও গ্রামের ভেতরে পুলিশ না আসায় সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে গ্রামটি।

ফরাজিকান্দি গ্রামের শহীদ নজরুল উচ্চ বিদ্যালয় ও শিশুদের জন্য ফরাজিকান্দি সমাজকল্যাণ বিদ্যালয় এখন তালাবদ্ধ। সন্ত্রাসীদের ভয়ে প্রায় জনশূন্য গ্রামের বিদ্যালয় দু’টিতে কোন শিক্ষার্থী বা শিক্ষক নেই। নির্বাচনের একদিন পর থেকে এই বিদ্যালয় দু’টি বন্ধ রয়েছে। গ্রামে দু’টি মসজিদ রয়েছে। মসজিদের ভবন দু’টিতে মুসল্লি নেই। যোহরের নামাজের সময় ইমামকেও খুঁজে পাওয়া যায়নি। মসজিদ দু’টিতেও নির্বাচনের একদিন পর থেকে আজান দেয়া ও নামাজ পড়া বন্ধ রয়েছে।

গ্রামটিতে কয়েক বৃদ্ধ নারী ছাড়া কোন বাসিন্দাই নেই। এসব বৃদ্ধ নারীও আতঙ্ক আর উৎকণ্ঠায় রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ৬০ বছরের বয়স্ক মহিলা বলেন, ‘হাঁস-মুরগি কইতর সব নিছেগা কাউয়ায় খাইয়া হালাইছে, লোকজন নাই যামুগা।’ ৮০ বছরের আরেক বৃদ্ধা বলেন, ‘নাম জানলে সমস্যা আছে কইলজা পিঠের মিধে বাইন্দা আইছি।’ আরেক বৃদ্ধা বলেন, ‘আমি একলা হেনে থাকমু না সব নিছেগা কিচ্ছু নাইগা গরু-বাছুরও নিছেগা। নাম বললে আমার খারপ হইব।’ মালামাল লুটপাট হওয়া ছাড়াও গরু-ছাগল, লুটপাট হওয়া গ্রামবাসীদের মধ্যে রয়েছে।

খালেক মিয়ার তিনটি গরু, জনু মিয়ার দু’টি গরু, মাহফুজের দু’টি গরু, জমিনা বেগমের একটি গরু, জরিমন বেগমের দু’টি গরু লুট করা হয়। ভাংচুর করা হয় গ্রামবাসীদের বাড়িঘর। লুট করা হয় বাড়ির আসবাবপত্রসহ মালামাল। নিরীহ গ্রামবাসীকে সহায়তা করতে পুলিশও কোন পদক্ষেপ নিচ্ছে না। বরিশালের নজরুল ইসলাম নামের ব্র্যাকের এক শ্রমিক এই গ্রামে ১০ বছর ধরে ভাড়া বাড়িতে বসবাস করতেন। তিনিও গ্রাম ছেড়ে চলে গেছেন। এমন সব ভাড়াটিয়ারও গ্রাম ছেড়েছেন।

পরীক্ষার্থীদের অনেকে প্রবেশপত্র গ্রহণে কলেজ পর্যন্ত যাওয়ার সাহস পায়নি। এই তথ্য দিয়ে ভুক্তভোগী পরীক্ষার্থী ও পরিবারের কয়েক সদস্য জানান, কলেজটিতে বিদায় অনুষ্ঠানে মোঃ রুবেল নামের পরীক্ষার্থী অংশগ্রহণ করায় তাকে বেদম প্রহার করে পুলিশে সোপর্দ করে। অন্য পরীক্ষার্থীদের কলেজে এবং পরীক্ষা কেন্দ্রের আশপাশে খোঁজাখুঁজি করছে এমন খবরেই ভয়ে কেউ পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ব্যাপারে গজারিয়ার ইউএনও ড. এটিএম মাহবুব উল করিম জানান, মোঃ রুবেল ছিল জোটন হত্যা মামলার আসামি। তাই তাকে পুলিশ গ্রেফতার করেছে।

কিন্তু অন্য কেউ পরীক্ষার ব্যাপারে কিছুই জানায়নি। প্রশাসনকে অবগত করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেত। মোঃ রুবেলের জেলখানায় পরীক্ষা দেয়ার সুযোগ ছিল। কিন্তু সে আবেদন না করায় সে সুযোগ দেয়া যায়নি। গ্রামটির এই পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, পুলিশকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে নির্দেশ দেয়া হয়েছে। সদ্য যোগদানকৃত গজারিয়া থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, কাল (বুধবার) ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ তার পরও গ্রামটির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পুলিশ সব রকম পদক্ষেপ গ্রহণ করবে।

গত ২৩ মার্চ গজারিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পরদিন ২৪ ফরাজিকান্দি ও মধ্যমকান্দি গ্রামের মধ্যে সংঘর্ষের সময় আহত মধ্যমকান্দি গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মাহাবুব আলম জোটন নামের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরপরই মধ্যমকান্দি গ্রামের উত্তেজিত লোকজন ফরাজিকান্দি গ্রামে হামলা চালায়। এরপর থেকে ফরাজিকান্দি গ্রামটি প্রায় জনশূন্য হয়ে পড়ে। কয়েক বৃদ্ধ নারী ছাড়া গ্রামটিতে কোন বাসিন্দাই নেই। গ্রামটিতে যেন ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। প্রায় দিনই সন্ত্রাসীরা লুটপাট চালাচ্ছে।

জনকন্ঠ

Leave a Reply